E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাবি ছাত্র ১ দিনের রিমান্ডে

২০১৪ অক্টোবর ১৯ ১৩:০২:০১
রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাবি ছাত্র ১ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত অভিযোগে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র জালাল আহমেদকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জালাল ঢাবির টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে রবিবার তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান। শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ৯ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ গেট থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে সহিংস গ্রুপ প্রতিষ্ঠার পরিকল্পনার ছক আঁকা ২৪ পৃষ্ঠার একটি ডায়েরি পাওয়া যায়।

এর ভিত্তিতে ৪ অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করেন মতিঝিল জোনের এসআই মিজানুর রহমান।

(ওএস/এইচআর/অক্টোবর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test