E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৪ অক্টোবর ২০ ১৩:১১:৪৩
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার : মহানবী হযরত মোহাম্মদ (স.), হজ ও তবলীগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা সোমবার এ আদেশ দেন।

আদালতে হাজির না হওয়ায় এ দিন মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতার একপর্যায়ে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তবলীগ জামাতের ঘোরতরবিরোধী। হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে পাঁচশ’ কোটি টাকা খরচ হয়।’

মহানবী হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘আবদুল্লাহর পুত্র মোহাম্মদ (স.) চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে, তার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে এবং এর মধ্যে দিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে।’

তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইসলাম অবমাননার অভিযোগে ওলামা লীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ২ অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০ অক্টোবর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।

(ওএস/এইচআর/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test