E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে প্রবেশকালে ইবোলা আক্রান্তদের সনাক্তের নির্দেশ

২০১৪ অক্টোবর ২০ ১৫:৪৯:৫৫
দেশে প্রবেশকালে ইবোলা আক্রান্তদের সনাক্তের নির্দেশ
 
 

স্টাফ রিপোর্টার : এয়ারপোর্ট, সমুদ্রবন্দর, সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মরণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্তদের সনাক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানী শেষে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয় হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিমান, নৌ, সমুদ্র ও সীমান্ত এলাকায় দায়িত্ব থাকা বাহিনীকে এ নির্দেশ দেয়া হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ। এ বিষয়ে গত বৃহস্পতিবার তিনিই রিটটি দায়ের করেন।

বিশ্বের বিভিন্ন দেশে ইবোলা সংক্রমণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হওয়ায় এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করতে পারে এই মর্মে বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন দেখে মানবাধিকার সংগঠন এইচআরপিবি’র পক্ষে জনস্বার্থে এ রিট আবেদন করার হয়।

ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের যথাযথ পরীক্ষা ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নিদের্শনাও চাওয়া হয়েছিল রিটে।

দেশের সব এয়ারপোর্ট, সমুদ্রবন্দর, সীমান্ত এলাকায় যেন ইবোলা ভাইরাসের ব্যাপারে কার্যকারী পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলুক ব্যবস্থা নেয়া হয়, সে বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। এছাড়া ইতোমধ্যে আফ্রিকা থেকে আগত ৫ বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কি-না রিটে তা জানতে চাওয়া হয়।

>>ইবোলার অদ্ভূত থাবা !

(ওএস/এটিআর/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test