E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে ৩১ ডিসেম্বর অভিযোগ গঠন

২০১৪ অক্টোবর ২৭ ১১:০৯:০৪
ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে ৩১ ডিসেম্বর অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩১ ডিসেম্বর দিন ধার্য্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আতাউল হক সোমবার এ দিন ধার্য্য করেন।

এ মামলাটি হাইকোর্টের শুনানির অপেক্ষায় থাকায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য্য করেন।

আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য আ হ ম হান্নান শাহ ,গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৪০ জন উপস্থিত ছিলেন।

এ ছাড়া জামায়াত নেতা মকবুল হোসেনসহ এ মামলার চার আসামি পলাতক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।

এ ঘটনায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাঁও থানার এসআই ইসমাইল মজুমদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

চলতি বছরের ২৫ মে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক নূরুল আমীন মির্জা ফখরুলসহ আরও ১০ জনকে যোগ করে মোট ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

(ওএস/এইচআর/অক্টোবর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test