E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শেখ হাসিনার ওপর হামলার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ২২মে

২০১৪ এপ্রিল ৩০ ১৪:৪৩:১৪
শেখ হাসিনার ওপর হামলার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ২২মে

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা ও হত্যা প্রচেষ্টা মামলার আসামিদের আগামী ২২ মে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী আদালতে ৩৪২ ধারায় এই আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ হাবিবুর রহমান।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে ধানমণ্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর এ হামলা চালান কাজল ও কবিরের নেতৃত্বে ফ্রিডম পার্টির কর্মীরা। এ সময় শেখ হাসিনা বাড়ির ভেতর অবস্থান করছিলেন। এ ঘটনায় ধানমণ্ডি থানায় ওই সময় বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. জহিরুল ইসলাম শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, এ হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত) কর্নেল ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আবদুর রশিদ ও মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদা।

মামলার অন্য আসামিরা হলেন রেজাউল ইসলাম খান ওরফে ফারুক রেজা, গাজী লিয়াকত হোসেন ওরফে কালা লিয়াকত, হুমায়ুন কবির হুমায়ন, পিচ্চি আমান, জাফর আহমেদ ওরফে মানিক, নাজমুল মাকসুদ মুরাদ, খন্দকার আমিনুল ইসলাম ওরফে কাজল, ট্যারা খোকন, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জর্জ, গোলাম সরোয়ার ওরফে মামুন, সোহেল ওরফে ফ্রিডম সোহেল।

(ওএস/এটি/এপ্রিল ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test