E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধান বিচারপতিকে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

২০২৩ সেপ্টেম্বর ১৫ ২৩:২৭:০৬
প্রধান বিচারপতিকে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

শুক্রবার প্রধান বিচারপতির বেইলি রোডের বাসভবনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এইচ.এম. হাবিবুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসাইন, ঢাকা জেলা জজশিপের ভারপ্রাপ্ত বিচারক (নেজারত বিভাগ) মিটফুল ইসলাম, ঢাকা জেলা জজশিপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানাসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ১২ সেপ্টেম্বর নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে ১২ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test