E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০২৩ অক্টোবর ১৬ ১৯:১২:০৮
দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে মজিবর রহমান (৬৪) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার বেলা ১২ টায় দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও দেন আদালত।৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি চিরিরবন্দর উপজেলার মথুরাপুর কুতুবডাঙ্গা গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে। তিনি পার্বতীপুর উপজেলার খলিলপুর মোল্লাপাড়া গ্রামে স্ত্রী ও সন্তানসহ বসবাস করতেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ অক্টোবর রাতে মজিবর রহমান ও তার স্ত্রী কহিনুর বেগম পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লাগে। এ সময় তাদের ছেলে বাবু মিয়া, সুজন ও আব্দুল আলিম বাড়িতে এসে বাবা মায়ের ঝগড়া বিবাদ বন্ধ করে এবং খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পর দিন সকালে সব ভাই বাড়ি থেকে ইটভাটায় কাজে চলে যান। পরে তারা জানতে পারেন তাদের বাবা মজিবর রহমান মোবাইলে কল করে তাদের মামাকে জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। বিষয়টি জানতে পেরে তাদের মামা জিয়াউর রহমান বোনের বাড়িতে এসে বোনকে গলা কাটা মৃত অবস্থায় দেখতে পান।

পরে নিহতের ছেলে ও প্রতিবেশীরা এসে বিষয়টি পুলিশকে জানান। এই ঘটনায় নিহতের ছেলে বাবু মিয়া বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম জানান, সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ মনে করছে, ন্যায়বিচার হয়েছে।

প্রসঙ্গত: স্ত্রী হত্যার পর মজিবর রহমান স্ত্রীর ভাইয়ের মোবাইলে কল করে বলেন, ‘আমি ফাটাকেষ্ট, তোমার বোনকে খুন করিয়াছি’। লাশ দাফনের ব্যবস্থা কর বলে মোবাইল কেটে দেন। নিজ ছেলের করা মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করা হয়।'

(এসএস/এসপি/অক্টোবর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test