E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০১৪ নভেম্বর ০৬ ১৫:২২:৫৫
বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার রায়ে বগুড়ায় এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম দীর্ঘ শুনানী শেষে এ মামলায় রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন বগুড়ার নামুজা বগারপাড়া গ্রামের মৃত ইশা ফকিরের পুত্র রিয়াজ উদ্দিন (৫৬)। তার উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণীতে বলা হয়েছে, বগুড়া সদরের নামুজার বগারপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের কন্যা পিয়ারা খাতুনের সাথে একই এলাকার শাহপাড়ার ইশা ফকিরের পুত্র রিয়াজ উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৩ পুত্র সন্তানের জন্ম হয়। রিয়াজ উদ্দিন যৌতুকের টাকার জন্য তার স্ত্রী পিয়ারা খাতুনকে প্রায়ই নির্যাতন করতো।

সংসার টিকে রাখার জন্য পিয়ারা নির্যাতন সহ্য করে যেতেন। এর এক পর্যায়ে গত ১৯৯৭ সালের এপ্রিল মাসের ১৯ তারিখে নিজ বাড়িতে পিয়ারা খাতুনকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারপিট করে হত্যা করে। হত্যার ঘটনায় নিহত পিয়ারার ভাই মমতাজ উদ্দিন বাদি হয়ে ওই দিনই রিয়াজ উদ্দিনকে প্রধান করে আরো ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার তৎকালিন তদন্তকারী কর্মকর্তা টিএসআই হুমায়ুন কবির ওই বছরের ১৯ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলায় আদালতের বিচারক দীর্ঘ শুনানী শেষে প্রধান আসামী রিয়াজ উদ্দিনের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন এবং অপর অভিযুক্ত ৫ জনকে বেকসুর খালাস প্রদান করেন।


এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. মো. মনতেজার রহমান মন্টু এবং আসামী পক্ষে ছিলেন রজত কুমার ঘোষ ও ফজলুল হক।

(এএসবি/এএস/নভেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test