E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আচরণবিধি লঙ্ঘন : সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব

২০২৩ ডিসেম্বর ১২ ১৩:০৮:২৯
আচরণবিধি লঙ্ঘন : সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব

স্টাফ রিপোর্টার : আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গাজীপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান নাজমুন নাহার সাবেক মেয়র জাহাঙ্গীরকে তলব করেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি থেকে এ তথ্য জানা গেছে।

জাহাঙ্গীর আলমকে তলবের চিঠিতে নাজমুন নাহার বলেন, ‘বিধি লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না তা বুধবার বেলা ১১টার মধ্যে আপনাকে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। তার পক্ষে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দের পূর্বে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে বঙ্গতাজ অডিটরিয়ামে মতবিনিময় সভা হয়। আপনি নির্বাচনী প্রচারণা করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে, যা নির্বাচনী অনুসন্ধান কমিটি থেকে অনুসন্ধানকার্য পরিচালনাকালে এবং সংবাদমাধ্যমে পরিলক্ষিত হয়েছে।’

(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test