E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় অবৈধ ইটভাটা বন্ধে সাতদিন সময় দিলেন হাইকোর্ট

২০২৩ ডিসেম্বর ১৩ ০১:০৬:৪৫
কেন্দুয়ায় অবৈধ ইটভাটা বন্ধে সাতদিন সময় দিলেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নিতে সাতদিন সময় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব ইটভাটা পরিচালনার সঙ্গে জড়িতদের নামের তালিকাও জমা দিতে বলা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসককে (ডিসি) এ তালিকা দিতে হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে অবৈধ ইটভাটা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসককে এর জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জাতীয় দৈনিকে ‘অনুমোদনহীন ১০টি ভাটায় পরিবেশের বারোটা’ শীর্ষক প্রকাশিত সংবাদ যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়।

মনজিল মোরসেদ জানান, আদালত রুল জারি করে জেলা প্রশাসককে সাতদিনের মধ্যে ইটভাটা বন্ধের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এছাড়া অবৈধ ইটভাটা পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকাও দিতে বলেছেন। আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।

(ওএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test