E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে বরিশালে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রিট

২০২৩ ডিসেম্বর ১৭ ১৭:২৫:৫০
দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে বরিশালে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রিট

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে বরিশালের দুই প্রার্থী হাইকোর্টে রিট করেছেন। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে নির্বাচন কমিশন কর্তৃক বাতিল করা বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ এবং বরিশাল-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়। রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মোঃ ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে পারমিশন নিয়ে ড. শাম্মী আহমেদ রিট করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী শাহ মনজুরুল হক। অপরদিকে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে পারমিশন নিয়ে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ রিট করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মোঃ খুরশীদ আলম খান।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test