E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর কারাদণ্ড

২০২৩ ডিসেম্বর ২০ ১৩:৩৮:৩৩
দুই মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : নাশকতার অভিযোগে রাজধানীর হাজারীবাগ ও ভাটারা থানার দুই মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন।

এর মধ্যে হাজারীবাগ থানার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে দুই বছর ৩ মাসের কারাদণ্ড দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজু আহমেদ, জিসান, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, ফাহমিদা, আলম মিয়া, আবুল খায়ের, নরুল হক আরজু, মো. মুরাদ, মো. সালাম, মো. সুমন, মো. মামুন মিয়া, আলমগীর, মো. জনি, মো. হাবিবুল হাবিব, মো. ইসলাম উদ্দিন ও মো. রাজু হোসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাজারীবাগ এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতা করেন। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মো. অলিভ মাহমুদ বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। মামলা তদন্ত করে দণ্ডপ্রাপ্ত ১৭ আসামিকে চার্জশিটভুক্ত আসামি করা হয়।

ভাটারা থানার মামলায় ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটারা থানা এলাকায় নাশকতার অভিযোগের মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রহিম, আযহার আলম, আব্দুল লতিফ, আবু বকর সিদ্দিক, আকরামুজ্জামান, ইফতেখার আলম ওরফে কামাল, রফিকুল ইসলাম, শিশির, স্বপন, জিয়া উদ্দিন, তৌহিদুল ইসলাম, মইজুল ইসলাম দর্জি, নজরুল ইসলাম, রবিুল আওয়াল ও দেলোয়ার মেম্বার।

মামলার অভিযোগ সূত্রে জানা, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিএনপির নেতাকর্মীরা ভাটারা থানা এলাকায় বেআইনি সমাবেশ করে নাশকতা করেন। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করে পুলিশ।

(ওএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test