E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লক্ষ্মীপুর-১

স্বতন্ত্র প্রার্থী পবনের ভোটে লড়তে বাধা নেই

২০২৪ জানুয়ারি ০৫ ১৭:৫৩:৩৭
স্বতন্ত্র প্রার্থী পবনের ভোটে লড়তে বাধা নেই

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে তলব ও প্রার্থিতা বাতিল করে তাকে নির্বাচন কমিশনের (ইসির) দেওয়া চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এ আদেশের ফলে পবনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনগত বাধা নেই।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এর আগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনকে তলব ও প্রার্থিতা বাতিল করে তাকে ইসির দেওয়া চিঠির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেন আদালত। ফলে প্রার্থিতা ফিরে পেতে এবং নির্বাচনে অংশ নিতে এই স্বতন্ত্র প্রার্থীর আর বাধা রইলো না।

গত বুধবার (৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পবনের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ইসি।

এর আগে গত সোমবার (১ জানুয়ারি) পবনকে ঢাকায় তলব করে অভিযোগের শুনানি করে নির্বাচন কমিশন। পরদিন মঙ্গলবার (২ জানুয়ারি) তার প্রার্থিতা বাতিল করে তাকে চিঠি দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, পবনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কমিশনে অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে বলা হয়, পবন গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য দেন। রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে তিনদিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভয়ভীতি দেখান ও হুমকি দেন। গত ১ জানুয়ারি ইসি সচিবালয়ে সশরীরে হাজির হয়ে কমিশনের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন পবন।

অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার অভিযোগ খতিয়ে দেখতে জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছিল ইসি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে ইসি সূত্র জানায়।

(ওএস/এসপি/জানুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test