E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত, বাধা নেই ঢাকা ক্লাবের ইজিএমে

২০২৪ জানুয়ারি ১৩ ১৮:০১:০৪
হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত, বাধা নেই ঢাকা ক্লাবের ইজিএমে

স্টাফ রিপোর্টার : ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে ঢাকা ক্লাবের ইজিএম অনুষ্ঠানে কোনো বাধা নেই না বলে নিশ্চিত করেছেন ক্লাবের আইনজীবী অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে আজ ঢাকা ক্লাবের করা আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ও অ্যাডভোকেট শেখ আলওসাফুর রহমান বুলু। অন্যদিকে, রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা ক্লাবের ইজিএমের নোটিশের কার্যকারিতা স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের সেই আদেশের স্থগিতাদেশ চেয়ে ক্লাবের পক্ষে আপিল করা হয়। চেম্বার জজ আদালতে ওই আবেদনের বিষয়ে শুনানি হয়।

তিনি বলেন, শুক্রবার (১২ জানুয়ারি) বন্ধের দিনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের অনুমতি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিকেল ৫টায় বসেন। এদিন উভয়পক্ষের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেন।

ক্লাবের আইনজীবী অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু বলেন, ঢাকা ক্লাবের একজন সদস্যকে আগে চিঠি দেওয়া হয়েছে। সে চিঠি পেয়েছেন গত ২৮ ডিসেম্বর। কিন্তু চিঠি পাওয়ার পর উচ্চ আদালতে আবেদন করেন। ওই আবেদনে শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের কোম্পানি কোড বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ ঢাকা ক্লাবের সাধারণ সভা স্থগিত করে আদেশ দেন।

আইনজীবী বলেন, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছি। আপিলের বিষয়ে শুনানি করতে গেলে বৃহস্পতিবার কোর্টের সময় শেষ হয়ে যায়। পরে আমরা প্রধান বিচারপতির অনুমতি নিয়ে শুক্রবার বিকেলে চেম্বার জজ আদালতে ডাকা ক্লাবের নির্বাচন সংক্রান্ত সাধারণ সভার বিষয়ে শুনানির প্রস্তুতি নিয়েছি। শুধু এ মামলাটি শুনানির জন্য শুক্রবারে বিশেষ চেম্বার আদালত বসেছিলেন বলেও জানান আইনজীবী।

ঢাকা ক্লাবের ইজিএম ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় হওয়ার কথা ছিল। এর আগে ইজিএমের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য মোহাম্মদ জাকির হোসেন কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেছিলেন। ওই আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ ঢাকা ক্লাবের এজিএম স্থগিত করে আদেশ দেন।

(ওএস/এসপি/জানুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test