E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে অস্ত্র মামলায় আলোচিত রুবেল ও বিপুলের ১৭ বছর কারাদণ্ড

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:০২:৫৭
ফরিদপুরে অস্ত্র মামলায় আলোচিত রুবেল ও বিপুলের ১৭ বছর কারাদণ্ড

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বহুল আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল (৪৯) ও তার সহযোগী রেজাউল করিম বিপুল (৩৮)-এর বিরুদ্ধে করা অস্ত্র মামলায় অভিযোগের রায় দিয়েছে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত। রায়ে আসামি ইমতিয়াজ হাসান রুবেল ও সহযোগী রেজাউল করিম বিপুলকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের আদালত প্রাঙ্গণে আনা হয়। রায়ের পরে পুলিশ পাহারায় তাদের আবার কারাগারে পাঠানো হয়।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের দৈনিক বাংলা ৭১কে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৮৭৮ সালের অস্ত্র নিয়ন্ত্রণ আইনের ১৯ (এ) ধারায় পিস্তল রাখার দায়ে দুজনকে ১০ বছর করে এবং গুলি রাখায় একই আইনের ১৯ (এফ) ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারক। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসামিরা দুটি ধারার একসঙ্গে সাজা ভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার শহরের গোয়ালচামট এলাকার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটলে, উক্ত ঘটনায় সুবল সাহা নিজে বাদী হয়ে ২০২০ সালের ১৮ মে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। সেই ঘটনার ২০ দিন পর অর্থাৎ ২০২০ সালের ৭ জুন রাতে পুলিশের বিশেষ অভিযানে ওই মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন এলাকা হতে আলোচিত বরকত, রুবেল, বিপুলসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় বরকত, রুবেল ও বিপুলের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বিদেশি মুদ্রা, নগদ টাকা, মাদকদ্রব্য, বিপুল পরিমাণ চাল জব্দ করে পুলিশ। গ্রেফতারের পরদিন (৮ জুন, ২০২০) কোতোয়ালি থানার এসআই সাখাওয়াত হোসেন ও এসআই আবদুল জব্বার বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন।

উক্ত রায়ের আগে ফরিদপুরের বহুল আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল এবং তাদের সহযোগী রেজাউল করিম বিপুলের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে দায়েরকৃত ওই অস্ত্র মামলার বিচার কাজ শুরু হয়। অস্ত্র আইনে দুটি মামলা ছাড়া মানি লন্ডারিংসহ বরকত ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অনেকগুলো মামলা রয়েছে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test