E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নেতা আলালের মুক্তিতে বাধা নেই

২০২৪ ফেব্রুয়ারি ১৯ ০০:৩৮:৩২
বিএনপি নেতা আলালের মুক্তিতে বাধা নেই

স্টাফ রিপোর্টার : সব মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিন বছরের সাজার মামলায় রবিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের তাকে জামিন দেন।

আলালের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছর ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা হয় আলালের বিরুদ্ধে। এসব মামলায় তিনি আগেই আদালত থেকে জামিন পেয়েছেন। এছাড়া কয়েকটি মামলায় আদালত থেকে হাজতি পরোয়ানা (পি/ডব্লিউ) থাকলেও সেগুলো আজ প্রত্যাহার করা হয়েছে। আশা করছি সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি মুক্তি পাবেন।

রাজধানীর ধানমন্ডি থানায় এক দশক আগে দায়ের করা নাশকতার মামলায় গত ৩১ ডিসেম্বর আলালসহ ৮ জনকে পৃথক দুটি অভিযোগে তিন বছর কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম।

জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাতমসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

রাজধানীর পল্টন থানার এক মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে আলালকে গ্রেপ্তার করে পুলিশ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test