E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘিতে জামায়াত-শিবিরের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

২০১৪ নভেম্বর ১৩ ১৮:৪৩:০৭
আদমদীঘিতে জামায়াত-শিবিরের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের জেল হত্যা দিবসের র‌্যালীতে হামলার ঘটনায় জামায়াত শিবিরের ৬৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এস আই আব্দুর রহমান এ চার্জশীট দাখিল করেন। এ মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, গত ৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় আদমদিঘি আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করে। র‌্যালীটি হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের সামনে দিয়ে যাবার সময় জামাত-শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে র‌্যালীতে হামলা চালায়।

এতে আওয়ামী লীগের ৫/৬জন কর্মী আহত হয়। এ নিয়ে আদমদীঘি ইউনিয়নের ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুস আলীসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়।

বগুড়ার আদমদিঘি থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন জানান, থানার তদন্তকারি কর্মকর্তা আদালতে মামলার চার্জশীট দাখিল করেছে। এ মালার ৮জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(এএসবি/এএস/নভেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test