E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারেকের এপিএস অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মার্চ

২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১৭:২৭:১০
তারেকের এপিএস অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মার্চ

স্টাফ রিপোর্টার : মানিলন্ডারিং আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন এবং ফায়েজুর রহমান।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামি মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১১ মার্চ অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন।

মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে আরেক মামলায় সিনিয়র (অব.) জেল সুপার ইকবাল কবীর চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১১ মার্চ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে র‌্যাব। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচন প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল।

এ ঘটনায় র‌্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।

মামলা তদন্ত করে সাতজনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test