E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় আনসার সদস্যের কারাদণ্ড

২০১৪ নভেম্বর ১৬ ১২:৪২:৪৮
কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় আনসার সদস্যের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি : কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে আনসার সদস্য আব্দুল খালেকের (৫০) ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আব্দুল খালেক হিজলবাড়িয়া গ্রামের মধ্যপাড়া এলাকার জিয়ারত আলীর ছেলে।

রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ হিজলবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ জানান, কলেজ ছাত্রীকে উত্ত্যক্তা করার অপরাধে আনসার সদস্য আব্দুল খালেককে ১৮৬০ সালের দণ্ডবিধি ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় গাংনী থানার এস আই মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

(আইএম/এইচআর/নভেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test