E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চুয়াডাঙ্গায় জোড়া খুনের দায়ে ৩ জনের ফাঁসি

২০২৪ এপ্রিল ০২ ১৬:২৬:১০
চুয়াডাঙ্গায় জোড়া খুনের দায়ে ৩ জনের ফাঁসি

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যার দায়ে তিনজনের ফাঁসি ও একজনের দুবছর কারাদণ্ড দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ মাসুদ আলী আজ মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা শহরের পুরাতন বাজারে একটি বসতবাড়িতে ঢুকে একদল সন্ত্রাসী ব্যবসায়ী নজির মিয়া (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) কণ্ঠনালি কেটে হত্যা করে। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে ডালিয়ারা পারভীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি চারজন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারি কর্মকর্তা থানার উপপরিদর্শক মোহাম্মদ শিহাব উদ্দিন।

মামলার আসামিরা হলো, আলমডাঙ্গার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলীর ছেলে বিদ্যুত আলী ও তাহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন।

মামলায় মোট ১৯ জন সাক্ষীকে পরীক্ষা করে আদালতের বিচারক আসামি সাহাবুল হক, রাজিব হোসেন ও বিদ্যুত আলীকে মৃত্যুদন্ড ও আসামি শাকিল হোসেনকে দুই বছর কারাদন্ডে দন্ডিত করেন।


(এসএল/এসপি/এপ্রিল ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test