E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭২ ঘণ্টার মধ্যে বুড়িগঙ্গার অবৈধস্থাপনা উচ্ছেদের নির্দেশ

২০১৪ নভেম্বর ২৩ ১৬:২২:০৭
৭২ ঘণ্টার মধ্যে বুড়িগঙ্গার অবৈধস্থাপনা উচ্ছেদের নির্দেশ

স্টাফ রিপোর্টার : বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে নির্মিত স্থাপনা আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রবিবার বিচারপতি মঈনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এছাড়া নদীর তীরে অবস্থিত এসব অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে প্রতি তিন মাস পর পর মোবাইল কোর্ট পরিচালনা এবং সে বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে এসব অবৈধ স্থাপনা অপসারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পরিবেশ অধিপ্তরের পরিচালকসহ সংশ্লিস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রুলের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার পাশ দিয়ে বহমান চার নদী রক্ষায় আদালতের দেওয়া নির্দেশনা অমান্য করে বুড়িগঙ্গার নদীর শ্যামবাজার, ওয়াইজ ঘাট ও বাদামতলী ঘাট এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করায় হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এসব স্থাপনা অপসারণের আবেদন করে।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০১৪ )

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test