E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে দুই রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

২০১৪ নভেম্বর ২৫ ১৯:০২:৫৬
কিশোরগঞ্জে দুই রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি : মামলা দায়েরের প্রায় সাড়ে চার বছর পর অবশেষে মঙ্গলবার  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দুই সহোদর রাজাকার নাসির উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট শামসুদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা।

মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের করিমগঞ্জের আয়লা গ্রামসহ বিভিন্ন স্থানে অনেকগুলো হত্যাকান্ড সংঘটিত করেছিল স্থানীয় রাজাকার-আলবদররা। করিমগঞ্জের আয়লা গ্রামের মিয়া হোসেন হত্যাকান্ডের ব্যাপারে ২০১০ সনের ২ মে মামলা দায়ের করেন শহীদ মিয়া হোসেনের ছেলে গোলাপ মিয়া। মামলা দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো.আতাউর রহমান ও কো-অর্ডিনেটর আইজি এম সানাউল হক একাধিকবার সরজমিন এলাকা পরিদর্শন করেন।

হত্যাকান্ডের তদন্ত করতে এসে তারা আয়লা গ্রামের মিয়া হোসেনসহ ১২ টি হত্যাকান্ডের বিষয়ে সাক্ষ্য প্রমাণ পান। শুধু তাই নয়, এসব হত্যাকা-ে রাজাকার নাসিরের সাথে তার সহোদর ভাই অ্যাডভোকেট শামসুদ্দিনেরও সম্পৃক্ততা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন । স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, করিমগঞ্জ বাজারঘাট থেকে ১৯৭১ সালের ২৩ আগস্ট ফজলুর রহমানকে আটক করে নির্যাতন চালিয়ে কিশোরগঞ্জ পাকিস্তানি আর্মি ক্যাম্পে নিয়ে হত্যা করা হয়।

রাজাকার শামসুদ্দিন ১৯৭১ সালের ৭ সেপ্টেম্বর রামনগর গ্রামে সহপাঠি পরেশ চন্দ্র সরকারকে আটকিয়ে গুলি করে হত্যা করে। এছাড়াও নাসির ও শামসুদ্দিন ১৯৭১ সালের ২৬ সেপ্টেম্বর কলাতুলি গ্রামের আব্দুল গফুরকে অপহরণ করে খুদির জঙ্গল ব্রীজে নিয়ে হত্যা করে । এছাড়াও রাজাকার নাসির উদ্দিন ও তার সহোদর শামসুদ্দিন ১৯৭১ সালের ২৭ অক্টোবর বিদ্যানগর ও আয়লা গ্রামে লুণ্ঠন, নির্যাতনসহ ৮জনকে হত্যা করে এবং নাসির ১৯৭১ সালের ১১ নভেম্বর আয়লা গ্রামের মিয়া হোসেনকে তার বাড়ির সামনে পুকুর ঘাটে নিয়ে নির্মম ভাবে গুলি করে হত্যা করে । এদিকে মামলা দায়েরের পর আসামীদের পক্ষ থেকে বাদী ও তার লোকজনকে বিভিন্নভাবে হুমকি ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ। দীর্ঘদিন পর হলেও তদন্ত চূড়ান্ত করায় মামলার বাদী ও তার লোকজন আনন্দিত। তারা দ্রুত অভিযুক্ত রাজাকারদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ।

(পিকেএস/এএস/নভেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test