E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার পলাতক জব্বারের রায়

২০১৪ ডিসেম্বর ০৩ ১৪:০০:০৫
এবার পলাতক জব্বারের রায়

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের রায় যে কোনোদিন ঘোষণা করা হবে।

বুধবার সকালে উভয়পক্ষের সমাপনি যুক্তি উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জাহিদ ইমাম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। তিনি এ আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের বিষয়ে যুক্তি পেশ করেন।

প্রসিকিউশনের শেষ ও ২৪তম সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হেলাল উদ্দিনকে আসামিপক্ষের জেরা শেষ করার মধ্য দিয়ে গত ১৭ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

জব্বারের বিরুদ্ধে চলতি বছরের ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে ৮ জুলাই ট্রাইব্যুনালের এক আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্বারকে গ্রেফতার করতে পারেনি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির হননি জব্বার। এ জন্য তাকে পলাতক ঘোষণা করা হলো।

এরপর আইনজীবী আবুল হাসানকে জব্বারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্র নিযুক্ত (স্ট্যাট ডিফেন্স) আইনজীবী নিয়োগ করা হয়।

গত ১২ মে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test