E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীর শাহজালাল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আদালত

২০১৪ ডিসেম্বর ০৬ ১৩:২৩:৫৫
রাজধানীর শাহজালাল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আদালত

স্টাফ রিপোর্টার : অবৈধভাবে কার্যক্রম চালানোর দায়ে রাজধানীর আগারগাঁওয়ে শাহজালাল জেনারেল হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সময় ওই হাসপাতালের মালিকসহ ছয়জনকে আটক করে র‌্যাব।

শাহজালাল জেনারেল হাসপাতাল দীর্ঘদিন থেকে ভুয়া ডাক্তার ও লাইসেন্স ছাড়াই ব্যবসা চালিয়ে আসছিল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, ভুয়া ডাক্তার ধরতে রাজধানীর ২৭/২ নম্বর পশ্চিম আগারগাঁও এলাকায় শাহজালাল জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এই প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই ভুয়া চিকিৎসক দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test