E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর

২০১৪ ডিসেম্বর ০৭ ১২:০৯:১৪
লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার : আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী বছরের ১৫ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে।

অ্যাডভোকেট এ এম এম আবেদ রাজার দায়ের করা মামলাটিতে জামিনের আবেদন জানিয়েছিলেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

শুনানি শেষে রোববার (৭ ডিসেম্বর) সকালে জামিনের আবেদন নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

বাদীপক্ষ মামলাটিতে দণ্ডবিধির ২৯৫/ক ধারা যুক্ত করা ও রাষ্ট্রের অনুমোদনের আবেদন জানান। পরে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী বছরের ১৫ মার্চ পুনর্নির্ধারণ করেন আদালত।

এর আগে গত ৩০ নভেম্বর মামলাটির বিচার শুরুর জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে বদলির আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বিকাশ কুমার সাহা। একইসঙ্গে রোববার অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন তিনি।

গত ২৫ নভেম্বর এ মামলায়ই রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন আব্দুল লতিফ সিদ্দিকী। দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

তার এসব মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায় পুরো দেশজুড়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা হয় মোট ১৮টি মামলা। এসব মামলার মধ্যে ঢাকার ৭টিসহ মোট ১১টিতে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।

গত ১২ অক্টোবর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়। ওইদিনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে তার দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়।

দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর ২৩ নভেম্বর রাতে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। রাত আটটা ৪০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই আত্মগোপনে চলে যান তিনি।


কে গ্রেফতারের দাবিতে ২৫ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট তা (এনডিএফ)। এছাড়া তাকে গ্রেফতার না করা হলে ২৬ নভেম্বর ইসলামী ঐক্যজোট ও ২৭ নভেম্বর হেফাজতে ইসলাম হরতালের ঘোষণা দিয়ে রাখে। তবে ২৫ নভেম্বর লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হলে এনডিএফ ৪ ঘণ্টা হরতাল কমায় ও অন্যরা হরতাল প্রত্যাহার করে নেয়।

বিভিন্ন ইসলামি সংগঠন লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে এখনও আন্দোলন করে আসছে।


(ওএস/এসসি/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test