E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত খুন : স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিচ্ছে নাসির

২০১৪ ডিসেম্বর ০৭ ১৩:৫৯:৩০
সাত খুন : স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিচ্ছে নাসির

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সাত খুন মামলায় গ্রেফতারকৃত র‌্যাব ১১-এর হাবিলদার নাসির উদ্দিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমলক জবানবন্দি দিচ্ছেন। 

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে জবানবিন্দ দেওয়া শুরু করেন নাসির ।

এর আগে নাসিরসহ সর্বশেষ গ্রেফতারকৃত তিনজনকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্চ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ মন্ডল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নাসির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে রাজি হয়। এর আগে তার সঙ্গে গ্রেফতার হওয়া বজলুর রহমানও স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের ও পরদিন ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামসহ ৫ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে, আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম অপহরণ ও হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেন ফতুল্লা মডেল থানায়। সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র্যা বের ১৫ জনসহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন র্যা ব সদস্যসহ ১৫ জন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। র্যা বের ৯ সদস্যসহ মোট ১৭ জন আদালতে সাক্ষী হিসেবে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test