E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে ফের তারেকের বিরুদ্ধে মামলা, গ্রেফতারী পরোয়ানা

২০১৪ ডিসেম্বর ২৪ ১৯:৩৫:১১
ময়মনসিংহে ফের তারেকের বিরুদ্ধে মামলা, গ্রেফতারী পরোয়ানা

ময়মনসিংহ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে আবারও মামলা দায়ের হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক আল রাজী শাওন বাদী হয়ে ১ নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন। পরে বিচারপতি আল আমিন মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সাইয়েদুল আরেফিন রাসেল তালুকদার বলেন, বিদেশে থেকে তারেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেছেন। এছাড়া, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিয়েও তারেক নির্লজ্জ মিথ্যাচার করেছেন। জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিতেই তিনি রুচিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এ কারণে তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আইনজীবী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, তারেকের বিরুদ্ধে ৫০০/৫০১ দণ্ডবিধি আইনে মানহানির মামলা দায়ের হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে, গত রবিবার ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব একই ঘটনায় তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা দায়ের করেন। এ মামলাতেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

(ওএস/অ/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test