E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলালের ১০ দিনের রিমান্ড আবেদন

২০১৪ ডিসেম্বর ২৮ ১৩:৩৩:২৬
আলালের ১০ দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার : মোহাম্মদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানিয়েছেন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে ৫৪ ধারায় আটক দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

রবিবার দুপুরের পর আলালকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে মোহাম্মদপুর থানায় আটক আছেন।

এদিকে, ডিএমপি সূত্রে জানা গেছে, গত বুধবার বকশীবাজারে গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে লালমাটিয়ার বাসা থেকে আলালকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়।

পরে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল সাহা জানান, নাশকতার আশঙ্কায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপরদিকে, আলালের ছোট ছেলে আরাফাত আবদুল্লা বলেন, রাত সাড়ে ১১টার দিকে হঠা‍ৎ করে পোশাকধারী ও গোয়েন্দা পুলিশ বাসায় আসে। ঘরের দরজা খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করে। এরপর ঘর তল্লাশি করে বাবাকে নিয়ে যায়।

আপনারা কেন তাকে (আলাল) নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের এমন প্রশ্নের উত্তরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ওপরের নির্দেশ আছে।

ছেলে আরাফাত আবদুল্লা আরো বলেন, এ সময় বাড়ির নিচে পুলিশের ৪/৫টি গাড়ি দেখতে পাই।

আলালের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলোতে তিনি জামিনে আছেন বলেও উল্লেখ করেন তার ছেলে আবদুল্লা।

সোমবারের হরতালকে কেন্দ্র করে আলালকে আটক করা হয়েছে বলে মন্তব্য করেন যুবদলের নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন মামুন।

(ওএস/এএস/ডিসেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test