E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ দিনের রিমান্ড শেষে কারাগারে দুদু

২০১৫ জানুয়ারি ১৮ ১৭:৩৩:০১
৫ দিনের রিমান্ড শেষে কারাগারে দুদু

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ ৩ জনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিএমএম আদালত।

বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন।

অপর ২ আসামি হলেন, ১৪ ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মোহাম্মদ রফিবুল ইসলাম লিটন ও শিবির সদস্য মোহাম্মদ দিদার।

এর আগে মিরপুর মডেল থানার এসআই মাসুদ পারভেজ গত ১১ জানুয়ারি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় দুদুসহ ৪০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

রিমান্ড আবেদন বলা হয়েছিল, গত ১১ জানুয়ারি বিএনপির ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বেলা সোয়া ৪টার দিকে শামসুজ্জামান দুদুসহ অন্যদের শেওড়াপাড়ার রোকেয়া সরণির খান ইলেক্ট্রনিক্সের সামনের রাস্তায় জাবালে নুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। পরে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়। পরে ওইদিন রাত সাড়ে আটটার সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জন্য মিটিংরত অবস্থায় দুদুসহ ৩ জনকে মিরপুর ১০ নম্বর ঝুটপট্টির রাব্বানী হোটেল থেকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার ও সহকারী পুলিশ কমিশনার মিরাস উদ্দিন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

অনদিকে ফখরুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, মোহসীন মিয়া, মোসলেহ উদ্দিন জসিমসহ প্রমুখ রিমান্ড বাতিল পূর্বক জামিন চেয়ে শুনানি করেন।

উল্লেখ্য, পল্টন ৩(১)১৫ নম্বর গাড়ী পোড়ানোর মামলায় মির্জা ফখরুলের সঙ্গে দুদুও এজাহারনামীয় আসামি।

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test