E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন ইটিভির চেয়ারম্যান

২০১৫ জানুয়ারি ১৯ ১৫:১৮:৫২
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন ইটিভির চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বেসরকারি একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালাম আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।

 

এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরের পর ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি নিচ্ছেন আব্দুস সালাম ।

গত ৪ জানুয়ারি রাতে লন্ডন থেকে দেওয়া তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। ‘ইটিভিতে তারেক রহমানের বক্তব্য প্রচার রাষ্ট্রদ্রোহের শামিল’- এ অভিযোগে ৮ জানুয়ারি পেনাল কোডের ১২৪(এ) ধারায় মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

মামলায় আসামিরা হচ্ছেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম।

গত ১১ জানুয়ারি এই মামলায় আব্দুস সালামকে ৫ দিনের রিমান্ড দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াযেজ করুনী খান চৌধুরী।

৫ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজারের ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি, রাষ্ট্রদ্রোহ ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়।

(ওএস/এটিআর/জনুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test