E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়া ইউএনও কার্যালয় ভাঙচুর ঘটনায় মামলা

২০১৫ জানুয়ারি ২৫ ১৮:০৮:৫৮
লোহাগড়া ইউএনও কার্যালয় ভাঙচুর ঘটনায় মামলা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া ইউএনও কার্যালয় ও বাসভবন ভাঙচুর ঘটনায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন বাদি হয়ে লোহাগড়া থানায় এ মামলা দায়ের করেন।

অফিসের কর্মকর্তা জানান, শনিবার বিকেল ৩টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা কার্যালয় (ইউএনও) ও বাসভবন ভাঙচুরের ঘটনা ঘটে। ইউএনওর বাসভবনের জানালার গ্লাস, বাসভবন গেটের লাইট, অফিসের অন্তত সাতটি বৈদ্যুতিক মিটার, আইটি বিভাগের মোটরসাইকেল, কর্মকর্তাদের আবাসিক ভবন ও উপজেলা সার্ভার স্টেশনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে। তবে ঘটনার সময় ইউএনও মোকতার হোসেন নড়াইলের সুলতান মেলায় অবস্থান করছিলেন।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন জানান, গতকাল শনিবার লোহাগড়ায় রামনারায়ণ পাবলিক লাইব্রেরি চত্বরে সংস্কৃতিমন্ত্রীর অনুষ্ঠানে এমপির (নড়াইল-২ আসনের ওয়ার্কার্স পার্টি দলীয় এমপি শেখ হাফিজুর রহমান) নাম উপস্থাপক দেরিতে ঘোষণা করায় ওয়ার্কার্স পার্টির লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

টিএআর/এটিআর/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test