E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বগুড়ায় জামায়াত-বিএনপিসহ ১০৯ জনের নামে মামলা

২০১৫ জানুয়ারি ২৭ ১৯:৫০:৩৯
বগুড়ায় জামায়াত-বিএনপিসহ ১০৯ জনের নামে মামলা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের ১০৯ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাকচালক ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা ৩টি দায়ের করেন।

এসব মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১০৯ জনকে আসামী করা হয়েছে। সোমবার রাত পর্যন্ত শাজাহানপুর দুপচাঁচিয়া ও শিবগঞ্জ থানায় এই ৩টি দায়ের করা করা হয়েছে।

বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, দুপচাঁচিয়া উপজেলার বাজারদিঘি এলাকায় নওগাঁ থেকে যাত্রীবাহী বাস নিয়ে বগুড়ার আসার পথে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসচালক শহীদুল আহত হন। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা জালাল উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, গত শনিবার রাতে শাজাহানপুরের আড়িয়া বাজারে ঢাকাগামী আলু বোঝাই ট্রাক পুড়িয়ে দেন অবরোধকারীরা। এ ঘটনায় রবিবার মধ্যরাতে বিএনপি ও জামায়াতের ১২ জনের নাম উল্লেখ করে ৩৪ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার রহিমাবাদ দক্ষিনপাড়ার রফিকুল ইসলাম ও শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আবদুর রাজ্জাক জানান, গত রবিবার মধ্যরাতে রংপুর-ঢাকা মহাসড়কের শিবগঞ্জের পাকুরতলায় রংপুর থেকে ঢাকা গামী শটিবাড়ি স্পেশাল নামের একটি কোচে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০জনসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সোমবার রাতে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মমিনুর রহমান বাদি হয়ে মামলাটি করেন।

(এএসবি/এটিআর/জানুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test