E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় হরতাল-অবরোধে ৬৪ মামলা, গ্রেফতার ৭৫৭

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ২০:১২:৩৪
বগুড়ায় হরতাল-অবরোধে ৬৪ মামলা, গ্রেফতার ৭৫৭

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে ৬৪টি মামলা করেছে। এসব মামলায় এজাহার নামীয় আসামী করা হয়েছে ২ হাজার ৫৯ জনকে এবং গ্রেফতার করা হয়েছে ৭৫৭ জন নেতাকর্মীকে।

গত ৬ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এসব নেতাকর্মিকে গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ২০দলীয় জোটের অবরোধ ও হরতালের সময় বগুড়া জেলায় মোট ৪৯টি গাড়ীতে অগ্নিসংযোগ ও ২৮টি গাড়ি ভাংচুর করা হয়েছে। এ ছাড়া ৬৬টি ককটেলের বিস্ফোরণ ও ১২টি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।

একই সময়ে পুলিশ ৪৬টি ককটেল, ১০টি পেট্রল বোমা, ৩টি হাতবোমাসহ বোমা তৈরীর বিভিন্ন সরন জমাদি উদ্ধার করেছে। সেই সাথে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন নিহত ও আহত হয়েছে ২৪ জন। হরতাল-অবরোধে দায়িত্ব পালনকালে ৬ পুলিশ সদস্য আহত হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত ২৯ জনকে নাশকতাকালে হাতেনাতে আটক করা হয়েছে। এরমধ্যে সদর থানায় ২৫ জন, শিবগঞ্জে ১জন, দুপচাঁচিয়ায় ১ জন এবং শাজাহানপুরে ১ জন। গ্রেফতারের পর ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি জানান, নাশকতা রোধে ইতোমধ্যেই জেলার ২৫টি এলাকায় সমাবেশ করে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে নাশকতা কমে এসেছে। তিনি আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ ও আরিফুর রহমান মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান, নাজির আহম্মেদ, উজ্জল কুমার রায় উপস্থিত ছিলেন।

(এএসবি/এটিআর/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test