E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

২০১৫ মার্চ ০৩ ১৯:০১:৫১
বাগেরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ইকরাম আলী শেখ (৩২) নামের এক যুবক হত্যা মামলার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আদালত দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশের নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহা: সহিদুজ্জামান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হলো, বাগেরহাটের কচুয়া উপজেলার দক্ষিন মাদবকাঠি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ ওরফে আদোন ( ৪১)।

মামলার বিবারনে জানা গেছে, স্ত্রীর সাথে পরকিয়ার জের ধরে আবুল কালাম আজাদ ওরফে আদোন ২০০২ সালের ১৬ ডিসেম্বর রাতে একই গ্রামের মাহাতাব শেখের ছেলে ইকরাম আলী শেখকে ডেকে পাশ্ববর্তী শিয়ালকাঠি গ্রামের একটি মৎস্য ঘেরে নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদি হয়ে ৫ জনকে আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। কচুয়া থানা পুলিশ মামলার তদন্ত শেষে ২০০৩ সালের ৮ জুন ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। এই মামলার ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত একজনকে যাবজ্জীবন ও চারজনকে খালাস প্রদান করেন।

(একে/এএস/মার্চ ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test