E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার মামলা স্থানান্তর: হাইকোর্টে যাচ্ছে বিএনপি

২০১৪ মে ১১ ১৪:২০:৩৬
খালেদার মামলা স্থানান্তর: হাইকোর্টে যাচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার : বিএপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা স্থানান্তরের বিষয়ে উচ্চ আদালতে খালেদা জিয়ার পক্ষে রিট আবেদন দায়ের করার সিদ্ধান্ত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে।

৩ ইস্যুতে জরুরি বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটি। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক সূত্র জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সাংগঠনিক পুনর্গঠন, পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ১৮ই মে জেলা উপজেলা এবং ১৯শে মে বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করা হবে।

বৈঠক সূত্র আরো জানায়, ১৪ই মে খালেদা জিয়া নারায়ণগঞ্জ সফরে যাবেন। যদি কোন কারণে সেখানে যেতে না পারেন তাহলে ১৭ই মে ডেমরায় সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিককুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭মে নিরাপত্তার কারণ দেখিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটবল ও জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা দুটি বকসীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে হস্তানন্তর করা হয়েছে।

(ওএস/এটি/মে ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test