E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে যৌতুকের মামলায় স্বামীর সশ্রম কারাদন্ড

২০১৫ মার্চ ২৫ ১৫:৩৮:৫০
শেরপুরে যৌতুকের মামলায় স্বামীর সশ্রম কারাদন্ড

শেরপুর প্রতিনধি : শেরপুরে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় এক স্বামীর ২ বছরের সশ্রম কারাদন্ড হয়েছে। ২৫ মার্চ বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আনম. ইলিয়াস এ সাজার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রেজাউল করিম (২৬) নকলা উপজেলার গণপদ্দী গ্রামের এবাদুল হোসেনের ছেলে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ জানুয়ারি শেরপুর শহরের চকপাঠক মহল্লার দরিদ্র আমির হোসেনের মেয়ে শিখা আক্তারের বিয়ে হয় নকলার গণপদ্দী গ্রামের রেজাউল করিমের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই রেজাউল যৌতুক দাবিতে গৃহবধূ শিখার ওপর নির্যাতন করে আসছিল। এ অবস্থায় ২০১৪ সালের ২ জানুয়ারি দুপুরে স্বামী রেজাউল করিম ৫০ হাজার টাকা যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূ শিখাকে মারপিট করে তাড়িয়ে দেয়। পরে রেজাউলকে আসামী করে শিখা আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি নালিশি মামলা দায়ের করে। আদালত বাদীসহ ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় রেজাউলকে ২ বছরের সশ্রম কারাদন্ড সাজার রায় ঘোষণা করেন। মামলাটির রায়ে বাদীপক্ষের অ্যাডভোকেট জাহিদুল হক আধার সন্তোষ প্রকাশ রলেও আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এএইচএম আমিনুল ইসলাম হেলাল উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান।
(এইচবি/পিবি/মার্চ ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test