E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে খালাতো ভাইকে হত্যায় ৫ জনের ফাঁসি

২০১৫ এপ্রিল ২১ ১৬:৪৩:০৩
বাগেরহাটে খালাতো ভাইকে হত্যায় ৫ জনের ফাঁসি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ,) মাজার সংলগ্ন পাটরপাড়া গ্রামের যুবক মীর তাজির হোসেন তাজ হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি ও অপর এক আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিদুজ্জামান জনার্কীন আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময়ে দন্ডপাপ্ত সকলেই উপস্থিত ছিল।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলো বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের পাটরপাড়া গ্রামের মতৃ শাহাদাত মীরের ছেলে রিন্টু মীর (২৩), সুন্দরঘোনা গ্রামের তোফাজ্জেল চৌধুরীর ছেলে ফয়েজুল চৌধুরী (২০), ফকির জিয়া উদ্দিন জিয়া (২৮), মান্নান মীর (৫২), আলফাজ হোসেন রুবেল (২৮)। এই মামলায় নুর মোহাম্মদ শেখের ছেলে সহিদ শেখকে (৩৪) আদালত খালাস দিয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুন গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের পাটরপাড়া গ্রামের মোহছেন মীরের ছেলে মীর তাজির হোসেন তাজকে (২৫) তার আপন খালাত ভাই রিন্টু মীরসহ অন্যান্য সহযোগীরা বাড়ী থেকে ডেকে নিয়ে মারপিট করে হত্যা করে ।

এ সময়ে তারা তাজের কাছে থাকা একটি অত্যাধুনিক মোবাইল ফোন ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। পরে হত্যাকারীরা তাজের লাশ একটি পুকুর পাড়ে পুতে গুম করে। এই ঘটনার ১০ দিন পর তাজের সন্ধান না পেয়ে তার মা মুসলিমা বেগম বাগেরহাট মডেল থানায় আপন ভাগ্নে ও বোনসহ ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাজের খালাতো ভাই রিন্টু মীরকে আটক করলে সে আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দেয়। রিন্টুর দেখানো মতে খানজাহান আলী মাজারের কাছে পাটরপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে পুলিশ তাজের লাশ উদ্ধার করে।

এই ঘটনায় ২০১০ সালের ২৭ ডিসেম্বর বাগেরহাট সদর থানার এসআই আব্দুল হক এজাহারভূক্ত ৩ আসামীসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী, স্বাক্ষীদের জবানবন্দী ও মামলার প্রক্রিয়া সম্পন্নের পর এই রায় প্রদান করেন। একই সাথে আদালত দন্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা করেছে।

(একে/এএস/এপ্রিল ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test