E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইনমন্ত্রীর এমপি পদে বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

২০১৪ মে ১৫ ১৬:১৪:১২
আইনমন্ত্রীর এমপি পদে বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

স্টাফ রির্পোটার : জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের (এমপি)আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের (মনোনয়ন ও নির্বাচনের) সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকারের নেতৃত্বে একক নির্বাচনী বেঞ্চ তা খারিজ করে দেন।
এর আগে ৪ মার্চ লাভজনক পদে থাকার পরও দশম জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়নপত্র দাখিল করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনপত্রের ওপর প্রাথমিক শুনানি পর কেন আইনমন্ত্রীর মনোনয়ন বাতিল করা হবে না মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
জাতীয় পার্টির (জেপি) মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার হেবজুর রহমান দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে প্রার্থী হতে না পারায় ওই আসনে আনিসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে খন্দকার হেবজুর রহমান ১১ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদনটি দায়ের করেন।
আজ শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন, শহিদুল্লাহ ভূইয়া, আনিসুল হকের পক্ষে এএম আমিন উদ্দিন।
(ওএস/এএস/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test