E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০১৫ মে ১২ ১৭:১০:১০
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কালঠি বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের জুম্মাপাড়ার গোলাম মোস্তফা, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আব্দুস সালাম, আব্দুল মজিদ, নূর ইসলাম, আকবর আলী ও ইয়াকুব আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ২২ অক্টোবর গভীররাতে মধ্যরাজী গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী কালঠি বেগমকে (৭৫) শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ফেলে রেখে যায় ওই আটজন।

এ ঘটনায় কালঠির ভাই বেলাল হোসেন বাদী হয়ে ২৩ অক্টোবর কিশোরগঞ্জ থানায় ওই আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নীলফামারী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষ্ময় কুমার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওহাব চৌধুরী।

(ওএস/এএস/মে ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test