E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাইবার অপরাধ রোধে সিকিউরিটি ডিপার্টমেন্ট হচ্ছে

২০১৪ মে ১৬ ২১:৪৫:২৫
সাইবার অপরাধ রোধে সিকিউরিটি ডিপার্টমেন্ট হচ্ছে

নিউজ ডেস্ক : সাইবার অপরাধের ঝুঁকি বেড়ে যাওয়ার সরকার আলাদা সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, এ ডিপার্টমেন্টের অধীনে থাকবে একাধিক কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টীম (সার্ট)। যারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের ফলে সাইবার আক্রমণের ঘটনা জানার সঙ্গে সঙ্গে তা সমাধান করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসসলাম খান (এন আই খান) বলেন, বিগত পাঁচ বছরে আর্থিক ব্যবস্থাপনা ও সরকারি-বেসরকারি অনেক সেবা ডিজিটাইজেশন এবং ই-সেবা (অনলাইন সেবা) ও ই-কমার্স চালুর ফলে সাইবার নিরপত্তা ঝুকি বেড়ে গেছে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধের প্রবনতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে সাইবার নিরাপত্তা ঝুঁকি কমাতে ও অনলাইনে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার জন্য আলাদা একটি সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি বলেন, সরকার আলাদা একটি সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে সাইবার অপরাধের সাথে সম্পর্কিত সকল বিষয়ের তদরকি, মানুষকে সচেতন এবং সাইবার অপরাধ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে। ইতিমধ্যে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার ব্যাপারে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই তা যথাযথ কর্তপক্ষের অনুমোদনের জন্য প্রেরণ করা হচ্ছে বলে জানান তিনি।

এন আই খান বলেন, সরকার একই সাথে সাইবার অপরাধ দমনে আইসিটি অ্যাক্ট ’২০১৩ কে আরও যুগোপযোগী ও সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করার পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে গত ১০ মে থেকে জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা ও আইসটি অ্যাক্ট’২০১৩ সম্পর্কে সচেতনতা তৈরি শীর্ষক একটি প্রকল্প চালু করেছে।

এ প্রকল্পের অধীনে দেশের ৬৪ জেলায় বিভিন্ন স্তরের মানুষকে সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ে সচেতন করা হবে উল্লেখ করে তিনি বলেন, একই সাথে আইসিটি অ্যাক্টকে আরও আধুনিক ও যুগোপযোগী করার জন্য সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে বিচারক, উকিল, সাংবাদিক, শিক্ষক, পুলিশ ও সাইবার অপরাধের যারা শিকার হয়েছেন তাদের মতামত নেয়া হবে।

’জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা ও আইসটি অ্যাক্ট’২০১৩ সম্পর্কে সচেতনতা তৈরি’ প্রকল্পের পরিচালক বিল্লাল হোসেন বলেন, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষকে সাইবার অপরাধ বিষয়ে সচেতন করে তোলা সম্ভব হবে এবং আইসিটি আইনের দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হবে।

(ওএস/এস/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test