E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার শুনানি আজ

২০১৫ জুন ২১ ১২:০৩:৪৬
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার শুনানি আজ

সিলেট প্রতিনিধি : বহুল আলোচিত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার শুনানি আজ সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হচ্ছে।

রবিবার শুনানিতে হাজির করা হবে মামলার অন্যতম আসামি হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌছকে। তবে অসুস্থতার কারণে সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরীকে আদালতে রবিবার আনা হচ্ছে না। তাছাড়া অসুস্থতা এবং অন্য একটি মামলায় হাজিরা থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও সিলেটে আনা হয়নি।

এরআগে, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ গত ১১ জুন মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারের জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

(ওএস/পিবি/জুন ২১,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test