E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

২০১৫ আগস্ট ৩১ ১৫:০১:৪৮
বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় আলোচিত আজগর আলী (৫৫) হত্যা মামলায় তার ছেলে গোলাম মোস্তফাকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ২০১২ সালের ২৪ জানুয়ারি রাতে পারিবারিক কলহে আজগর আলীকে তার ছেলে রংপুর কারমাইকেল কলেজের অনার্সের ছাত্র গোলাম মোস্তফা শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় আজগর আলীর বড় ভাই আফছার আলী বাদী হয়ে জলঢাকা থানায় মামলা করেন। পরে ছেলে গোলাম মোস্তফা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জামিল আহমেদ।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test