E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ সেপ্টেম্বর ঐশীদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ

২০১৫ সেপ্টেম্বর ০১ ১৬:২১:২৩
১০ সেপ্টেম্বর ঐশীদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার : পুলিশের স্পেশাল  ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় নিহতদের একমাত্র মেয়ে ঐশী রহমান এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির হয়ে সাক্ষ্য দেন রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক মনির হোসেন।

সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক সাঈদ আহমেদ পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন। এ নিয়ে ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এর পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন। ওই বছরের ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেন।

ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল দাবি করে ৫ সেপ্টেম্বর স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত তা নথিভুক্ত রাখার নির্দেশ দেন।

২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর আবুয়াল খায়ের মাতুব্বর ঢাকার সিএমএম আদালতে ঐশীসহ ৪ জনকে অভিযুক্ত করে পৃথক দু’টি চার্জশিট জমা করেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test