E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের চারটি আদালতে ১৯ জনের কারাদনণ্ড

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৬:২৮:৫৭
বরিশালের চারটি আদালতে ১৯ জনের কারাদনণ্ড

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):ধর্ষনের পর ভিডিও চিত্র ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মামলায় একজন, শিশু ধর্ষণের মামলায় একজন, জেলে হত্যার ঘটনায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও যুবলীগ নেতাকে হত্যার চেষ্ঠা মামলায় ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ ও ২ জনকে জামিন দিয়েছে বরিশালের পৃথক চারটি আদালত।

আদালত সূত্রে জানা গেছে, নগরীর খান সড়ক এলাকার বাসিন্দা এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নগরীর আলেকান্দা গাজী বাড়ী এলাকার মো. কবির হোসেনের ছেলে মিজানুর রহমান রাব্বির (২২)। ২০১৩ সালের ১৬ নভেম্বর বিয়ের প্রলোভনে ওই যুবতীকে এক বন্ধুর বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রাব্বি। ধর্ষনের চিত্রটি গোপনে ভিডিও ধারন করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সোমবার দুপুরে বরিশালের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামি উপস্থিতিতে ১০ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন।

অপরদিকে ২০০৭ সালের ১৭ জানুয়ারি নগরীর পলাশপুর এলাকার এক শিশুকে (৭) ধর্ষণের ঘটনায় রিপন (৩৫) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের দন্ডাদেশের রায় ঘোষণা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের। রোববার শেষ বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। দন্ডপ্রাপ্ত রিপন নগরীর রসুলপুরের মাঝেরচর এলাকার সাহেব আলীর ছেলে।

একইদিন অতিরিক্ত জেলা ও দায়েরা জজ ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আদীব আলী জেলে হত্যার ঘটনায় ১১ জন আসামিকে ১০ বছর করে কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন। ২০১১ সালের ২২এপ্রিল সহেবেরহাট বন্দর থানাধীন ভেদুরিয়া এলাকার মাছ ধরার জেলে রতন জোমাদ্দারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, সোহেল সরদার, জসিম বেপারী, শুক্কুর আলী মাঝি, মানিক সরদার, আকবর হোসেন, রফিক খান, সবুজ খান, বাক্কু খান, বাবুল মৃধা, বশির মৃধা, লোকমান গাজী। এরা পটুয়াখালী, বাকেরগঞ্জ ও চাঁদপুর এলাকার বাসিন্দা। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া গৌরনদীর যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পন করা ছয় আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ ও অপর দুই আসামির জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক।

(টিবি/এসসি/সেপ্টেম্বর২১,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test