E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারো পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৭:০৯:১৯
আবারো পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

সিলেট প্রতিনিধি : এবার সাক্ষীদের অনুপস্থিতির কারণে পেছানো হলো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। গত ১৩ সেপ্টেম্বর বহুল আলোচিত এ মামলার চার্জ গঠন করা হয়েছিলো।

সব আসামি অনুপস্থিত না থাকায় এ মামলার চার্জ গঠনের তারিখ এর আগে নয়বার পেছানো হয়েছিলো।

সোমবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও বাদীপক্ষ সাক্ষীদের হাজির করতে পারেনি। তাই বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সাক্ষ্যগ্রহণের প্রথম তারিখ হওয়ায় আজ সাক্ষীদের হাজির করা সম্ভব হয়নি। পরবর্তী তারিখে তাদের হাজির করা হবে।

যথাসময়ে মামলা নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সোমবার আদালতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বরখাস্ত মেয়র আরিফুল হকের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ওপর ও হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গউছের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে আগামী তারিখে আদেশ দেবে ট্রাইব্যুনাল, জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ লালা।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে একটি জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

এ মামলায় গত বছরের ২১ ডিসেম্বর ২৫ জনের নামোল্লেখ করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি সিলেট জোনের এএসপি মেহেরুন নেছা পারুল।

মামলার আসামি হওয়ায় এ বছরের ৭ জানুয়ারি সিসিক মেয়রের পদ থেকে আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়।

৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন আরিফ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চলতি বছরের ১১ জুন মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test