E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারেক সাঈদের জামিন নামঞ্জুর

২০১৫ অক্টোবর ০৭ ১৫:৫৪:২৪
তারেক সাঈদের জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার আসামী চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদের জামিন নামঞ্জুর। অ্যাডভোকেট সারোয়ার মিয়ার নেতৃত্বে পাঁচ আইনজীবী আদালতে কর্নেল তারেক সাঈদের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।

নির্ধারিত শুনানির দিন গ্রেফতারকৃত ২২ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে আদালত আগামী ৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বুধবার সকালে নির্ধারিত শুনানির দিনে র‌্যাব-১১ এর সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ অভিযুক্ত আসামিদের হাজির করা হয়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ আদালতের এপিপি ফজলুর রহমান জানান, পলাতক ১৩ আসামিকে গ্রেফতারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদালত নির্দেশনা দিয়েছেন। এছাড়া এদিন আদালতে তারেক সাঈদের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত সেটা নামঞ্জুর করেছেন। কারণ তারেক সাঈদ হলো পুরো ঘটনার নায়ক। বিভিন্নজনের জবানবন্দিতে তারেক সাঈদের নাম উঠে এসেছে।

আদালতে শুনানি চলাকালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া ল্যান্স কর্পোরাল রুহুল আমিন আদালতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।

প্রসঙ্গত, নৃশংস সেভেন মার্ডারের ঘটনার ১১ মাস পর গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলায় অভিন্ন চার্জশিটে নূর হোসেন, র‌্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। তাদের মধ্যে ২২ জন গ্রেফতার রয়েছে আর ১৩ জন পলাতক।

(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test