E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর মামলা

বাগেরহাটে যুবলীগের নেতাসহ ১১ আসামীর ৫বছরের কারাদণ্ড

২০১৫ অক্টোবর ০৯ ১৬:০২:২৮
বাগেরহাটে যুবলীগের নেতাসহ ১১ আসামীর ৫বছরের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের বিশ্বরোড মোড়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে ফকিরহাট যুবলীগের নেতাসহ ১১ জনকে  ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।  বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ এর বিচারক  মোঃ জাহিদুল আজাদ এরায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো মৃত আব্দুল শেখের ছেলে ফকিরহাট সদরের ২নং ওয়ার্ড যুবলীগ নেতা জিন্নাত শেখ, মাইজে ফকিরের ছেলে মো: বাসারাত ফকির, বারিক শেখের ছেলে আলম সেখ, মবিন মোল¬ার ছেলে শাহবাজ, কুটে মোল¬ার ছেলে মিরাজ মোল¬া, আছর আলী শেখের ছেলে রেজাউল শেখ, অজিত শেখের ছেলে রুবেল শেখ, কাওছার শেখের ছেলে মনু, সেকেন্দার আলীর ছেলে সাইফুল শেখ,আসর সেখের ছেলে ইকবাল শেখ, জিন্নাত শেখের ছেলে সুজন শেখ এদের সকলের বাড়ি ফকিরহাটের আট্রাকী গ্রামে।

মামালার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পর্যটক বাস কাউন্টারে গত বছরের ৯ মে সকালে একদল সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালায়। এসমেয় তারা কাউন্টাটি ভাংচুরসহ প্রধানমন্ত্রীর ছবি ও বাগেরহাট ১আসনের এমপি শেখ হেলাল এর ছবি তছনছ করে। এঘটনায় ফকিরহাটের সাতশৈয়া গ্রামের এনাম শেখ বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ফকিরহাট থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

ঘটনার ১০দিন পর ফকিরহাট থানার এসআই লুৎফর রহমান ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১৫ মাস পর আদালত স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহন শেষে বৃহস্পতিবার বিকালে ১১ আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের ৫বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ২মাসের কারাদন্ড প্রদান করেন।



(একে/এসসি/অক্টোবর,০৯২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test