E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিনদিনের রিমান্ড শেষে কারাগারে ক্রিকেটার শাহাদাত

২০১৫ অক্টোবর ১৩ ১৬:০৫:১৮
তিনদিনের রিমান্ড শেষে কারাগারে ক্রিকেটার শাহাদাত

স্টাফ রিপোর্টার : গৃহকর্মী নির্যাতন মামলার আসামি ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবকে  পাঠিয়েছেন আদালত।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মঙ্গলবার শাহাদাতকে হাজির করা হলে তার পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ অক্টোবর তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ অক্টোবর আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন শাহাদাত। আদালতের হাকিম ইউসুফ হোসেন ওই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে আটক করে ৪ অক্টোবর একই আদালতে নেওয়া হলে তার রিমান্ড ও জামিন উভয়ই নাকচ করে দেন ঢাকা মহানগর হাকিম ইউনুস খান।

গত ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় শাহাদাত তার বাসার গৃহকর্মী হ্যাপি হারিয়ে গেছে বলে একটি সাধারণ ডায়েরি করেন। ওইদিন রাত ৮টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে হ্যাপিকে উদ্ধার করে পুলিশ। রাতেই তাকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যাপি অভিযোগ করেন, শাহাদাত ও তার স্ত্রী নিত্য তার ওপর নির্যাতন চালিয়েছেন। তার ক্ষতবিক্ষত চেহারা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

পরে পুলিশ হ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা করেন খোন্দকার মোজাম্মেল হোসেন নামে এক সাংবাদিক। এরপর থেকে শাহাদাত ও তার স্ত্রী পলাতক ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test