E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলার পরবর্তী যুক্তিতর্ক ২ জুন

২০১৪ মে ২৯ ১৪:৫৩:৪৯
এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলার পরবর্তী যুক্তিতর্ক ২ জুন

স্টাফ রিপোর্টার : বেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে। আগামী ২ জুন পরবর্তী যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আদালতের পিপি শাহীন আহমেদ। আগামী সোমবার ২ জুন রাষ্ট্রপক্ষের বাকি ও আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য করেন আদালতের বিচারক মো. আবদুর রশিদ।

এরশাদ আদালতে উপস্থিত হননি। তার পক্ষে আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম হাজিরা দেন। এর আগে গত ১৫ মে আত্মপক্ষ সমর্থন করে রাডার ক্রয়ে দুর্নীতির কথা অস্বীকার করেন এরশাদ। মামলার অপর দুই আসামি বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ এবং সুলতান মাহমুদও দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

এ মামলার আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক।

মামলাটি নিষ্পত্তিতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়। এরপর ১৯৯৫ সালের ১২ আগস্ট মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন বিমান বাহিনী প্রধান সদর উদ্দিন আহমেদ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বাহিনীর জন্য যুগোপযোগী রাডার ক্রয়ের আবেদন করেন।

জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির নির্মিত অত্যাধুনিক একটি হাই পাওয়ার রাডার ও দু’টি লো লেভেল রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিক সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন।

এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

(ওএস/এটিআর/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test