E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দশ শিক্ষককে নিয়োগ দিতে হবে, রাষ্ট্রের রিভিউ আবেদন খারিজ

২০১৬ ফেব্রুয়ারি ১১ ১৩:৪০:৫০
দশ শিক্ষককে নিয়োগ দিতে হবে, রাষ্ট্রের রিভিউ আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার :সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল ৯ সহকারী শিক্ষককে নিয়োগ দিতে হবে সরকারকে। এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। ২০১০ সালে ২৯ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা অধিফতর জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শুণ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৪২হাজার ৬১১জনকে উত্তীর্ণ করে।

নিয়োগ বিজ্ঞপ্তির দুই বছর পর শিক্ষা অধিদফতর নীতিমালা শর্ত ভঙ্গ করে ১০ হাজার ৪৪৯জনকে ইউনিয়ন ভিত্তিক নিয়োগ দেয়। বাকিদেরকে নিয়োগ দেয়নি সরকার। ওই নিয়োগ না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ১০ উত্তীর্ণ শিক্ষক। হাইকোর্ট গত ১৮জুন নিউনিয়ন ভিত্তিক নিয়োগ অবৈধ ঘোষণা করে উপজেলা ভিত্তিক ১০জনকে নিয়োগের নির্দেশ দেয়।

হাইকোর্টের রায়ের রিরুদ্ধে রাষ্ট্র পক্ষ আপিল করলে গত ৭মে তা খারিজ করে দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের এই খারিজ পুনর্বিবেচনা চেয়ে রিভউ আবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। শুনানি শেষে আপিল বিভাগ ওই রিভিউ পিটিশন খারিজ করে দেয়। প্রসঙ্গত, এই ১০ জনের মধ্যে একজন মামলা বিচারাধীন থাকা অবস্থায় মারা গেছেন।

(ওএস/এস/ফেব্রুয়ারি১১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test